আপনারা হয়তো জানেন না আমাদের বজবজের একটি ইমারতের প্রতিটি কোনায় আছে নেতাজির যাপন চিহ্ন। এখানে জন্ম নিয়েছে কত শ্রমিক বিপ্লবের কাহিনী, কিন্তু “সুভাষ ঘরে ফেরে নাই”
কাজী নজরুল কিন্তু বেশ কয়েকবার বজবজে আসেন। প্রথম ১৯২৫ সালে শ্রমিক আন্দোলনের সভাতে। সে বছর 'লাঙল ' অর্থাৎ শ্রমিক আন্দোলনের মুখপত্র প্রকাশিত হয়। সঙ্গে থাকতেন ঠাকুরবাড়ির সৌমেন্দ্রনাথ ঠাকুর। শ্রমিক সভায় কবি গান গাইতেন , আবৃত্তি করতেন।১৯২৮ সালে বজবজের এরকমই একটি শ্রমিক সবাই কবি "ফরিয়াদ" কবিতাটি আবৃত্তি করেন।এই সভাতেই "ওড়াও ওড়াও লাল নিশান"(রক্ত পতাকার গান) ও" জাগো অনশন বন্দী" (দ্য ইন্টারন্যাশনাল) গিয়েছিলেন।১৯৪১ সালে বিশ্বকবির প্রয়ানের পর বজবজের টাউনহলের স্মরণসভায় কবি "রবিহারা" কবিতাটি আবৃত্তি করেন।
“ওপর ওপর বেঁচে থাকা নয় কোথাও বেশ একটু গভীরে ডুব দিতে হবে। রমাকৃষ্ণ মৈত্র, দিলীপ রায় , চৌধুরী গীতা আর আমি, চার বন্ধুতে মিলে একদিন উঠে বসলাম বজবজের বাসে নেমেছিলাম চরিয়ালে।”
Feel free to shop till you drop, visit the site, chose what you like. For Discounts reach out to Amader Budge Budge Facebook group. Also, you can sell your products on our website -- For FREE