Know thy Neighbours

Good neighbors watch out for each other and their families. Living in a proactive neighborhood can increase your family’s safety, as multiple sets of eyes and ears can help each other. Lets know the near by places of Budge Budge.

কলকাতায় চিনা আগমনের সূত্র পেতে আসতে হবে আছিপুর। বঙ্গীয়-চৈনিক মিশ্র সংস্কৃতির চিনা দেব মন্দির এবং অশ্ব ক্ষুরাকৃতি সমাধি তার সাথে মন ভাল করা গ্রামীণ গঙ্গা আপনাকে ঋণী করবেই।

 

Bata Nagar

বাটা নগর কেবল মাত্র কোনো নাম নয়, এটা ব্র্যান্ড। তার সাথে আছে ক্যালকাটা রিভারসাইড প্রজেক্ট এর গগনচুম্বী অট্টালিকার সারি, দক্ষিণ 24 পরগনার সেরা দুর্গাপূজা থিম।

২৫০ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মন্দির নগরী বাওয়ালি । তার রাজকীয় রাজবাড়ী , ঢোকার মুখে বড় সিঁড়ি,জমকালো থাম, প্রশস্ত উঠোন, বারান্দা যেকোনো মানুষের মনকে নিয়ে যাবে এক রূপকথার যুগে।

ব্রিটিশদের বাণিজ্যিক সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে 1919 সালে গঙ্গার গা ঘেঁষে তৈরি হয়ে ছিল বিড়লা পুর চটকল। তাকে কেন্দ্র করেই গড়ে ওঠে বিড়লা পুর।

 

কলকাতার রাজভবন থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এই অঞ্চল । ঐতিহাসিক বজবজ-শিহালদহ রেললাইন আর বজবজ রোড যাতায়াতের সেতুবন্ধন।

Charial

ABC

শত বর্ষ পূর্বের বারুদ ঘরের অবশেষ নিয়ে অপূর্ব লোকেশান… মায়া জাগাবে মায়াবী মায়াপুর!

Pujali

ABC

FIND US ON THE MAP

error: No No No!! Cannot right click