Komagata Maru
কোমাগাতা মারু বজবজ—আর একটি জালিয়ানওয়ালাবাগ
লিখেছেন রোজী সিং
“এরপর একটি যুদ্ধজাহাজ পাঠিয়ে বন্দর থেকে কোমাগাতামারু কে বিতাড়িত করে জয়ের হাসি হাসল কানাডা গভর্মেন্ট।”
১৯১৪ সালের ৪ঠা এপ্রিল। হংকং থেকে ১৬৫ জন যাত্রী এবং পথে বিভিন্ন স্থান থেকে আরও ২১১ জন যাত্রীকে নিয়ে (মোট ৩৭৬ জন) কোমাগাতা মারু রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। যাত্রীদের মধ্যে শিখছিলেন ৩৫১ জন এবং পাঞ্জাবি মুসলমান ছিলেন ২৫ জন। ২৩ শে মে ১৯১৪ তে জাহাজ ভ্যানকুভার বন্দরে গিয়ে পৌঁছালো কিন্তু কানাডার আইন ভঙ্গ করার অভিযোগে ইমিগ্রেশন অফিসাররা যাত্রীদের নামতে দিল না। ভ্যানকুভার এ ভারতীয়রা তাদের সাথে দেখা করতে চাইলেও তা অগ্রাহ্য হলো। চারিদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু কানাডা গভমেন্ট সবকিছু অগ্রাহ্য করে চলল। এরকম বন্দীদশায় দুমাস জাহাজ বন্দরে অপেক্ষা করে রইলো। তখনও যাত্রীরা জানেনা কি আছে তাদের ভাগ্যে।অবশেষে সশস্ত্র পুলিশ মন্ত্রী দুটি লঞ্চ পাঠালো কানাডা গভর্মেন্ট কোমাগাতামারুকে বন্দর থেকে উৎখাত করতে কিন্তু তারা ব্যর্থ হলো।এরপর একটি যুদ্ধজাহাজ পাঠিয়ে বন্দর থেকে কোমাগাতামারু কে বিতাড়িত করে জয়ের হাসি হাসল কানাডা গভর্মেন্ট।