খুশির ঝুলি

 

কী এই “খুশির ঝুলি”?
এটি একটি খোলা আলমারি। যাতে বিভিন্ন বয়েসের সমস্ত মানুষের জন্য পোশাক, বিভিন্ন বই ও অন্যান্য জিনিস রাখা থাকবে। যার যেমন সুবিধা নিজে এসে রেখে যাবেন জিনিসগুলি। আবার যাদের প্রয়োজন তাঁরা এসে নিয়ে যাবেন বিনামূল্যে।

কোথায় আছে এই “খুশির ঝুলি”?
বজবজ স্টেশনের টিকিট কাউন্টারের পাশে রাখা আছে।
এলাকার সমস্ত নাগরিকদের কাছে বিনীত আবেদন, আপনারা নতুন বা ব্যবহৃত পোশাক (ছেঁড়া ফাটা ময়লা না হয়, কেচে ইস্ত্রি করে), অথবা বই (যেগুলি আপনার প্রয়োজনে লাগে না) নিয়ে এসে রেখে যান এই খোলা আলমারিতে। হয়ত অন্য কোন মানুষের সেগুলি সত্যিই কাজে লাগবে। হয়ত বইগুলি হাতে তুলে নেবে কোন বাচ্চা, যাদের ঐ বইটি কিনে পড়ার সামর্থ নেই।

আসুন আমরা সবাই একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিই একটি মহৎ উদ্দেশ্যে ….

যোগাযোগ করতে চাইলে এই নম্বরে ফোন করতে পারেন 9874430510 – খুশির ঝুলির ফোন নম্বর।

 

হাসি মুখের জন্য খুশির ঝুলি 

error: No No No!! Cannot right click
AI Chatbot Avatar
Ishani
Hi! How can I help you?